Wednesday 31 July 2013

শক্ত ইচ্ছে - আব্দুর রহিম স্বপন - অপ্রকাশিত

শক্ত ইচ্ছে
আব্দুর রহিম স্বপন - অপ্রকাশিত!
সনেট কবিতা

সে আসে রাতে আমার দরজার পাশে,
নীরব আঁধারে মৃদু শব্দে কড়া নাড়ে।
দফা দফা ছোট শব্দ করে কেন যায়,
কি দিতে চায় আমায় না কি নিতে চায় ।
ভিতর থেকে বন্ধ করা ঘরের দ্বার,
বুক কেঁপে উঠে বলি ভয় কেন আর।
বিনিদ্র যায় কত রাত অদ্রিশ মোহে,
বাহিরে কে দাঁড়িয়ে দেখার শক্ত ইচ্ছে।
রঙ্গিন স্বপ্নের কাছে কেন এত ভয়,
যৌবনের প্রমাণ করে আনব জয়।
বন্ধ দ্বার খুলে তাকাই দেখি নীলচে,
মুখ অর্ধ-চাঁদের আলোয়ে ভরে গেছে।
আমার চোখে না চেয়ে মাথা নিচু করে,
লাজ সরিয়ে নিয়ে গেলাম সেই ঘরে।

1 comment: