আপনার কম্পিউটারে মোবাইলের(java) গেম খেলুন !!!
আমরা অনেকেই মোবাইলে গেম খেলতে খুব ভালবাসি। যেমন- আমি নিজে।
হয়ত আপনার কম্পিউটারে অনেক মোবাইলের গেম জমা হয়ে আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোনটা মোবাইলে ট্রাস্নফার করবেন। তাছারা একটা একটা করে মোবাইলে ভাল গেম Choose করা খুব বিরক্তিকর। আপনাদের এইসব সমস্যর হাত থেকে রেহাই দিতে পারে মাত্র 1mb সাইজের “Sjboy Emulator” নামের এই সফটওয়ার। সফটওয়ার টি এখান থেকে ডাউনলোড- http://www.mediafire.com/file/yozmtdhtm0m/java~game~player.zip করে Install করুন। এরপর যেকোন একটি জাভা গেম এ ডাবল ক্লিক করুন আর মজা দেখুন-
আপনার ডেস্কটপে একটি Virtual Mobile আসবে। সেই মোবাইলে আপনি ‘মাউস দিয়ে মোবাইলের কি-প্যাড এ ক্লিক করে’ অথবা ‘নামপ্যাড’ Use করে যেকোন java গেম খেলতে পারবেন। আশা করি software টি আপনাদের কাজে লাগবে।
No comments:
Post a Comment