Tuesday, 3 April 2012

আমার তুমি


আমার তুমি
(আব্দুর রাহিম স্বপন )


আমার তুমি, সবার চেয়ে দামি,
পেয়েছি তোমায়, তুমি পেলে যেওনা আমায়

হাজার মানুষের মাঝে তুমি একজন,
তুমি যে আমার প্রিয়জন

পাবে ভালোবাসা বেশি,
থাকবে হাশি খুশি

আমার এই ভালোবাসা,
তুমি বাঁধবে নতুন স্বপ্ন আশা

ভুলতে পারবোনা তোমাকে,
তুমি ভুলে যেওনা আমাকে

স্বপ্ন দেখবো আমি,
সত্যি করবে তুমি

No comments:

Post a Comment