(বাঙ্গালি ললোনা,)
আব্দুর রাহিম স্বপন
বাঙ্গালি ললোনা,
ক্ষনে ক্ষনে করে শুধু ছলো না।
তারা স্থির নয় সবসময় চলমান,
কথায় কথায় করে শুধু অভিমান।
তারা যানে করতে অভিনয়,
ভালবাসা কেড়ে নিতে করেনা ভয়।
বাঙ্গালি ললোনা,
ভালোবাসার প্রতি নেই তাদের কনো ধারোনা।
তারা অভিনয় করে বেশি,
পূরূষদের রাখতে চায় হাশি খুশি।
ভালোবাসা পায় তারা অল্প,
বেশি নিয়ে করে শুধু গল্প।
No comments:
Post a Comment